আসসালামু আলাইকুম, আজ ২১/০৬/২৫ খ্রি. দেলদুয়ার উপজেলার মৎস সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে৷ এসময় দেলদুয়ার সদর ইউনিয়নের শানবাড়ি ও টুকনীখোলা বিলে স্থাপিত অবৈধ ২০টি চায়না দুয়ারী জাল অপসারণ করে ধ্বংস করা হয়েছে৷ পরবর্তীতে স্থানীয় তথ্যের ভিত্তিতে টুকনীখোলা গ্রামে অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা ১১৩ পিস চায়না দুয়ারী জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে৷ বিনষ্টকৃত মোট ১৩৩টি জালের দৈর্ঘ্য প্রায় ২৫০০ মিটার৷ অবৈধ জাল মজুদ ও বিক্রয়ের অপরাধে একজন ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০০০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে৷ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, দেলদুয়ার জনাব সাব্বির আহমেদ৷ মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, দেলদুয়ার জনাব মো: তারিকুল ইসলাম৷ এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন দেলদুয়ার থানার সাব ইন্সপেক্টর জনাব মো: ইউসুফ আলী৷
দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস